বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের নিয়ামতুল্লাহ মুনিম সভাপতি এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একইবর্ষের ইব্রাহীম আলী রনি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. আনোয়ারুল হক (স্বপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। তারা আগামী ১ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ০১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সিফাত মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।
এমআই