আহসানুল হক চন্দন,কিশোরগঞ্জ : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৩ শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ ডাকবাংলো মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন মিথুন,সহকারী কমিশনার ভূমি রাকিবুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ প্রমূখ।
সময় জার্নাল/এমআই