এস এম আসাদুল্লাহ, পঞ্চগড় প্রতিনিধি:
ইনসাফ ফাউন্ডেশনে নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (২২ সেপ্টেম্বর ) বাদযোহর ফাউন্ডেশনের কার্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি জনাব শিশির আসাদ।
এ সভায় কমিটির সদস্যগণ আগামীদিনে ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম সারাদেশে ব্যাপক পরিসরে বিস্তৃতি ঘটানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া এ প্রতিষ্ঠানের সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় শিশু কিশোর যুবকদের অবদানের কথা স্মরণ করে নবগঠিত কার্যকরী কমিটি ব্যাপক কর্মসূচির প্রস্তাবনা কমিটিতে উপস্থাপন করে এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও,বই পড়া কার্যক্রম নিবিড় তদারকির আওতায় আনার বিষয়ে কমিটির সভাপতি শিশির আসাদ গুরুত্ব আরোপ করেন।
এসভায় কমিটির নির্বাহী সভাপতি জনাব মাওলানা আব্দুল্লাহ, সেক্রেটারি জেনারেল শাহ জালাল শামীম,সহ সেক্রেটারি জেনারেল এইচএম রায়হান উল্লাহ, দপ্তর সম্পাদক মুত্তাকিন, প্রচার সম্পাদক আল মামুন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন,সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম ও ওয়াছিউল ইসলাম, তারেক সহ অনেকেই উপস্থিত ছিলেন৷
সময় জার্নাল/এলআর