এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ম গ্রেডে বেতন কাঠামো উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। শনিবার বেলা ১০ টার দিকে উপজেলা প্রশাসনিক চত্বরে উপজেলার ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার সহকারি শিক্ষক/শিক্ষিকা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
১ দফার দাবিতে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা করেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির শিক্ষক নেতা মশিউল ইসলাম, বদিউজ্জামান বাদল, মো. রফিকুল ইসলাম, সুমন আকন, উৎপল হালদার, শারমিন আক্তার, ফারজানা সুলতানা, মরিয়ম আক্তার, শ্রাবণী দে, আমিরন নেছা, রিমা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা এ সমাজে মানুষ গড়ার কারিগর অথচ তাদেরকে তৃতীয় শ্রেণীর অর্থাৎ ১৩তম গ্রেডে কেতন প্রদান করা হয়। এ বৈষম্য দুরীকরণ করতে হবে। সহকারি শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেনা। আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আগামী ৫ আগষ্টের মধ্যে শিক্ষকদের এ দাবী মেনে নিয়ে বাস্তবায়নের জোর দাবী জানান।
সময় জার্নাল/এলআর