মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

সালমান এফ রহমানের ছকেই এখনো ভিওআইপি ব্যবসা

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সালমান এফ রহমানের ছকেই এখনো ভিওআইপি ব্যবসা

আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন মামলায় সালমান এফ রহমান জেলে থাকলেও তার সাজিয়ে যাওয়া ছকেই চলছে দেশের বৈধ পন্থার ভিওআইপি ব্যবসা। তার নেতৃত্বাধীন আইজিডব্লু অপারেটরস ফোরাম (আইওএফ) এর মাধ্যমে প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে দুই থেকে তিন কোটি টাকা। গত ৯ বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি।

আমরা যখন বিদেশে কল করি বা বিদেশ থেকে ফোন আসে, তখন তা সরাসরি হ্যান্ডসেটে আসে না। রিংটোন বাজে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপ গুলো হলো গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে সেখান থেকে কল যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্সস)-এ। এই কানেকশন অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত ফোন অপারেটরে।

অবৈধ পথে কল আসা-যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষে ২০০৮ সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস পলিসির আওতায় তিন স্তরবিশিষ্ট এই পদ্ধতি চালু করে বিটিআরসি।

২০১০ থেকে এই বাজার দখলের চেষ্টা করতে থাকে সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের একটি সিন্ডিকেট। চুড়ান্ত ভাবে ২০১৫ সালে বছরে পাঁচ হাজার কোটি টাকার অধিক এই আন্তর্জাতিক কল ব্যবসার বাজার দখলে মরিয়া হয়ে উঠে তারা। নতুন একটি স্তর যোগ করে বিটিআরসিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়মের তোয়াক্কা না করে কাটিয়ে গঠন করা হয় চারটি স্তর। পরীক্ষামুলক নাম দিয়ে ৯ বছর যাবত পরিচালিত নতুন তৃতীয় স্তরটি পরিচালত হয় সালমান এফ রহমানের নেতৃত্বে ৭ সদস্যের একটি সিন্ডিকেট। জুড়ে দেয় ‘এই ফোরামের মাধ্যমেই বন্টন হবে সকল কল’ এমন শর্ত। এই সিন্ডিকেটের বাইরে থাকা বিটিসিএল এর অন্যান্য লাইসেন্সধারীদের ব্যবসা বন্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবহার করা হয় বিটিসিএল এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে।

কোথাও কোথাও সরাসরি অনৈতিক আশ্রয় নিয়ে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে এই সিন্ডিকেট কে সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ২০১২ সালে বিটিসিএল এর সাথে প্রিপেইড চুক্তির আওতায় লাইসেন্স নেয়া মারবা ক্লিনিং সার্ভিস (এসআরএল) এর অ্যাডমিনিস্ট্রেটর দেলোয়ার হোসেন জানান, “অনেক আশা নিয়ে আমার জীবনের সর্বস্ব বিনিয়োগ করে বিটিসিএল এর সাথে চুক্তি করে বৈধভাবে ভিওআইপি ব্যবসা চালু করেছিলাম। ছয় মাসও করতে দেয়নি আমাকে এই ব্যবসা। সালমান এফ রহমান সিন্ডিকেট আমাকে সর্ব শান্ত করে দিয়েছে। উপরন্তু বিটিসিএল এর কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় ২০১০ সালে আমার অনুপস্থিতিতে মারোবার নামে আমার জাল চুক্তি দেখিয়ে আমার ঘাড়ে মোটা অংকের একটা বিল চাপিয়ে দেয়। তারপরও আমি ব্যবসা চালু করতে চাইলে এই সিন্ডিকেটের কার সাজিতে আমি যাতে ব্যবসা চালু করতে না পারি সেজন্য।

২০২১ সালে বিটিসিএল এর সাথে মারোবার চুক্তি অনুযায়ী কল রেট না দিয়ে, বিটিসিএল আমাকে বাজার মূল্যের চেয়ে বেশি দাম নির্ধারণ করে একটি চিঠি দেয়।তাই আমি আজ পর্যন্ত ব্যবসা চালু করতে পারি নাই। অথচ সালমান এফ রহমান সিন্ডিকেট এখনো ব্যবসা করে যাচ্ছে”।

এই বিষয়ে বিটিসিএল এর মুখ্য মহাব্যবস্থাপ মোঃ হাফিজুর রহমান কে ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নাই। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন,” অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা যেমন থামেনাই তেমনি অসাধু কর্মকর্তারাও থামে নাই। এই সমস্ত অসৎ কর্মকর্তাদের কারনেই দেলোয়ার হোসেন এর মত সাধারণ ব্যবসায়ীরা তাদের লাইন চালু করতে পারছে না।
এসজে/ এমএম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল