ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. আকবর হোসেন বলেছেন, বিভাগীয় ক্যারিয়ার বা জব ফেস্ট সফলভাবে আয়োজনের জন্য দুটি গুরুত্বপূর্ণ ফাংশনাল এক্টিভিটি কার্যকরভাবে চালু করতে হবে। এর একটি হলো অ্যালামনাই অ্যাকোমোডেশন এবং অন্যটি সুসংগঠিত ক্লাব কাঠামো।
রবিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের অ্যালামনাই নেটওয়ার্ক ভালো থাকলেও এটিকে আরও সম্প্রসারিত করার চেষ্টা করবো। পাশাপাশি, আমাদের বিভাগীয় ক্লাব বিগত দুই বছর ধরে অভ্যন্তরীণভাবে কাজ করে আসছে। এখন সময় এসেছে সেটিকে এক্সটার্নালি সক্রিয় ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, যেন স্পন্সরশিপ ও অংশগ্রহণ আরও সহজ হয়।”
পদপ্রাপ্তি বিষয়ে ব্যক্তিগত অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “এটা কোনো পদোন্নতি নয়, এটি একটি রোটেশনাল পোস্ট। এই দায়িত্ব সকল শিক্ষককেই একসময় নিতে হয়। সিনিয়র হিসেবে আজ আমি পেয়েছি, কাল হয়তো অন্য কেউ পাবে। এটি একটি অতিরিক্ত দায়িত্ব মাত্র, এতে অহংবোধ বা অনুভূত হওয়ার কিছু নেই।”
নবনিযুক্ত চেয়ারম্যান সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার শুভ বলেন, “ফার্মেসি একটি বিজ্ঞানভিত্তিক শৃঙ্খলা, যা মানবসেবার অঙ্গীকারে গড়ে উঠেছে। তাই এ বিভাগের নেতৃত্বে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক নিযুক্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত আশার কথা। আমার প্রত্যাশা, স্যার আমাদের একাডেমিক মানোন্নয়ন, গবেষণাকেন্দ্রিক শিক্ষা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের দিকে এগিয়ে নেবেন। পাশাপাশি, ল্যাব সুবিধা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপের সুযোগ আরও বাড়ানো হবে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ড. মো. আকবর হোসেনকে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
একে