সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে তাদের মাদক দ্রব্যগুলোসহ আটক করে আজ বৃহষ্পতিবার বেলা আড়াই আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুেরর বিরামপুর উপজেলার বকুলতলা গ্রামের ভেটাই টিকড়িপাড়া এলাকার মৃত পলাশ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও আলম মিয়ার স্ত্রী রেখা আক্তার (২৫)।।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, পাঁচবিবি উপজেলার আটাপাড়া মোড় হতে একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাদকদ্রব্য নিয়ে ২ জন নারী পাঁচবিবি বাজারের দিকে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল পাঁচবিবি-হিলি সড়কের রামচন্দ্রপুর গ্রামের একটি ইটভাটার সামনে ওই দুই নারী মাদক কারবারীকে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আটকৃত তাসলিমা ও রেখাকে আজ বৃহষ্পাতবার বেলা আড়াইটায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এমআই