স্পোর্টস ডেস্ক:
কানপুর টেস্টে অবশেষে উঁকি দিয়েছে সূর্যমামা। সকাল থেকেই ভারতের উত্তর প্রদেশের স্টেডিয়ামের আশপাশ উজ্জ্বল হয়ে উঠেছে সূর্যের আলোয়।
আশা করা হচ্ছে, সকালের মতো পুরোদিনই রৌদ্রোজ্জ্বল থাকবে। ভালোমতোই হবে চতুর্থ দিনের খেলা।
ইতিমধ্যেই মাঠে নেমেছেন ক্রিকেটাররা। টানা বৃষ্টির কারণে গত দুইদিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। বহু অপেক্ষার পর আজ মাঠে নামতে পেরে ক্রিকেটাররাও রয়েছেন ফুরফুরে মেজাজে।
মুশফিকুর রহিমকে মাঠে নেমে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। মাঠে নেমেছেন ভারতীয় দলের ক্রিকেটাররাও।
সোমবার নির্ধারিত সময়েই খেলা শুরুর আশা করা হচ্ছে।
সময় জার্নাল/এলআর