সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

মিরসরাইয়ে বন্যার্ত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪
মিরসরাইয়ে বন্যার্ত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার্ত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়৷ সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বন্যা কবলিত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে স্কুলটির শিক্ষকরা।

প্রতিটি শিক্ষার্থীকে ১২টি কলম, ১টি স্কুল ব্যাগ ও খাতা দেওয়া হয়।

বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক জিয়া উদ্দিন, একরামুল হক, সহকারী শিক্ষক হাসান হাফিজ প্রমুখ৷ 

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীরা যেন বিদ্যালয়মুখী থাকে, বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়ালেখা থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাতে আমাদের এমন কার্যক্রম৷ আমাদের এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে৷

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল