শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতি পালিত

মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতি পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে দুইদিনের কর্মবিরতি কর্মসূচির প্রথম দিন ৩ঘন্টা কর্মসূচী পালন করেছে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য সরকারি-বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর ২০২৪) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা এই কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়।

সময় জার্নাল/তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল