মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বাইকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরর নাম সালমা আক্তার ঝুমুর। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ আবর্তনের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার সাইফুল জানান, দুর্ঘটনার সাথেসাথে আমরা সেখানে গিয়ে দেখতে পাই মেয়েটা মোটরসাইকেলের নিচে পড়ে আছে। তারপর আমরা তাকে উদ্ধার করি।
তিনি আরও জানান, একটা ট্রাক মোটরসাইকেলটির বিপরীত দিক থেকে আসছিলো। ট্রাকটা হঠাৎ ডান দিকে চাপিয়ে দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা মেয়েটার উপর পড়ে যায়। ট্রাকটা দ্রুত চলে যাওয়ায় ধরা সম্ভব হয়নি।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনাস্থলের পাশের একটি ফার্মেসিতে ঐ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে হাসপাতালে (কুমিল্লা ট্রমা সেন্টার) প্রেরণ করা হয়।
ফার্মেসিতে থাকা এম এ হান্নান কাজী জানান, প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিয়েছি। মেয়েটি মাথার পিছনের অংশে গুরুতর আঘাত পেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমি জানতাম না। আমরা আহত শিক্ষার্থীর ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবো।
সময় জার্নাল/এমআই