আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এবার ইরানের ফারস বার্তা সংস্থা জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এই বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘ইসমাইল হানিয়াহ, হাসান নাসরুল্লাহ এবং নীলফোরোশানের (আইআরজিসি গার্ডস কমান্ডার) শহীদ হওয়ার প্রতিক্রিয়ায় আমরা অধিকৃত অঞ্চলগুলোর কেন্দ্রস্থলকে টার্গেট করেছি।’
মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। নিজেদের নিরাপদ আস্তানায় থাকতে বলেছে।
সময় জার্নাল/তানহা আজমী