আলী আজীম,বাগেরহাট প্রতিনিধি:
মোঃ আসাদুর রহমানকে মোংলা উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) পদে নিয়োগ দেওয়া হয়েছে।গত মঙ্গলবার (১ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস এম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: আসাদুর রহমান কে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে পদায়ন করা হয়।মোংলা উপজেলার নতুন সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) পদে নিয়োগ পাওয়া মো: আসাদুর রহমান বর্তমানে বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করছেন।
মো: আসাদুর রহমান ৩৭ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন । তিঁনি বরিশাল ঝালকাঠি নলসিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের ভবানীপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সময় জার্নাল