মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মাদক কারবারি আটক

বুধবার, অক্টোবর ২, ২০২৪
মাদক কারবারি আটক

মোঃ ইমরান মাহমুদ,জামালপুর প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ শাহজাহান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পাথরেরচর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন কোম্পানির ছোট-বড় ১১৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত মোহাম্মদ শাহজাহান ওই এলাকার মোহাম্মদ রহম আলী মন্ডলের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টার দিক পাথরেরচর গ্রামের মোহাম্মদ শাহজাহানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৯১টি বড় মদের বোতল ও ২২ টি ছোট মদের বোতল উদ্ধার করেন। এ সময় মোহাম্মদ শাহজাহান নামে একজন মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তি পাথরেরচর এলাকায় অভিযান শাহজাহান নামে এক মাদক কারবারির বাড়ির সবজির ক্যারেটের মধ্যে থেকে ছোট-বড় ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় শাহজাহান নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সময় জার্নাল/তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল