মো. মোস্তাফিজুর রহমান রিপন,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নানান আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সেখানেই এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকগণ এ র্যালিতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো.নাজমুল হায়দার খান বাদল, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন।
সময় জার্নাল/তানহা আজমী