এম.পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ বহিস্কৃত এক বিএনপি নেতার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অবাঞ্চিত ঘোষণা করেছেন নেতা কর্মীরা।
৫ অক্টোবর শনিবার সন্ধায় শরণখোলা উপজেলা বিএনপির বহিস্কৃত সাবেক সভাপতি খান মতিউর রহমানের কুরুচীপূর্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন মহিলা দলের নেতা কর্মীরা। পরে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক লিখিত সংবাদ সম্মেলনে বহিস্কৃত খান মতিউর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একাধিকবার বহিস্কৃত নেতা খান মতিউর রহমান বিএনপির ব্যনারে সভা করে।
এ সময় তিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে আরো অভিযোগ করেন, বহিস্কিৃত বিএনপি নেতা খান মতিউর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা অমান্য করে শরণখোলা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অর্থের বিনিময় প্রচার প্রচারণা করেছে। তিনি বিভিন্ন সময় খোলশ পাল্টিয়ে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিভিন্ন ব্যানারে অনৈতিক সুবিধা ভোগ করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দেরপ্রতি ওই নেতার সংগঠনিক শাস্তিরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, মতিয়ার রহমান বাচ্চু, এফ,এম শামিম আহসান ফকির, মো. রাসেল আল ইমরান ফকির, পৌর বিএনপি নেতা বদিউজ্জামান মাহারাজ, কৃষকদল নেতা মো. মশিউর রহমান শফিক ও শ্রমিকদল নেতা মো. মাসুদ খান চুন্নু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. লাভলু মুন্সী, সাধারণ সম্পাদক খোকা হাওলাদার, সহ-সভাপতি বুলু বেপারী, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মাতুব্বর সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সময় জার্নাল/তানহা আজমী