আশিক মিয়া, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং, বুলিং ও ইভটিজিং এর অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।
রবিবার (৬ আক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এই বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল প্রকার র্যাগিং, বুলিং ও ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোন শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযত প্রমাণ সাপেক্ষে কোনো ধরণের র্যাগিং, বুলিং ও ইভটিজিং এর অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
সময় জার্নাল/এলআর