আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের করাচিতে এক বিস্ফোরণে ৩ বিদেশি নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, ঘরে তৈরি বোমা একটি তেলবাহী ট্যাংকারে ছুঁড়ে মারলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ আশপাশের এলাকাতেও শোনা গেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইম ও পাকিস্তানের জিও নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, রোববার রাতে পাকিস্তানের ব্যস্ততম শহর করাচির আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ট্রাফিক সিগন্যালে বিকট শব্দে তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ৩ বিদেশি নাগরিক মারা যান। আহত ১৭ জনকে কাছাকাছি জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লানজার বলেছেন, ঘরে তৈরি বোমার (আইইডি- ইম্পোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি এ ঘটনার জন্য কারা দায়ী, তা তিনি উল্লেখ না করলেও ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেলুচিস্তান লেবারেশন ফ্রন্ট (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সাংবাদিকদের কাছে এক ইমেইল বার্তায় তারা দাবি করেছে।
টাইমস জানায়, নিহতরা সবাই চীনের নাগরিক। এদিকে, করাচির চীনের কনস্যুলেট এ হামলার নিন্দা জানিয়েছে।
সময় জার্নাল/এলআর