তাওহীদুল হক সিয়াম,বেরোবি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন কে চাকরি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সেমিনার অ্যাটেনডেন্ট পদে সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বোন সুমিকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার ফলে সোস্যাল মিডিয়ায় অনেকের প্রশংসা করতে দেখা যায়।
রাকিব নামে এক শিক্ষার্থী জানান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিদ্ধান্তটি অনেক সময়োপযোগী এবং যথার্থ সিদ্ধান্ত এবং আবু সাঈদের বোনকে চাকরি দেওয়ায় আমরা শিক্ষার্থীরা ওনাকে আবারো অভিনন্দন জানাই।
উল্লেখ্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ছিলেন আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য আবু সাঈদের পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে নিহত আবু সাঈদের পরিবারের যে কোন এক সদস্যকে বিশ্ববিদ্যালয় চাকরির ব্যবস্থা করে দিবে তারই অংশ হিসেবে এদের বোনকে চাকরির ব্যবস্থা করে দেয়া হয়।
সময় জার্নাল/তানহা আজমী