নিজস্ব প্রতিনিধি:
পূজা উদযাপন পরিষদের এক নেতার অনুরোধেই ইসলামিক গানের দলটি চট্টগ্রাম নগরীর জেএম সেন হলের মণ্ডপে গান পরিবেশন করেছিল বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দিন।
ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটকের বিষয়ে তথ্য দিতে শুক্রবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দামপাড়া পুলিশ লাইনসে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে এই কথা বলেন চট্টগ্রাম নগর পুলিশের এই কমিশনার।
চট্টগ্রামের পূজা মণ্ডপে ইসলামিক গান পরিবেশনা! সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা
রইছ উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগর সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন পরিষদের (জেএমসেন হলে) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. নুরুল ইসলাম, শহীদুল করিম।
এই ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে আটক করা হয় বলে জানান উপ পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দিন।
তিনি বলেন, জড়িত বাকি ব্যক্তিদেরও আটকের চেষ্টা চলছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক সংঘাত লাগানোর চেষ্টা ছিল কিনা তা যাচাই করা হচ্ছে।
পাশাপাশি এই ইসলামিক দলকে আমন্ত্রণ জানানো পূজা উদযাপন কমিটির নেতা সজল দত্তকেও খোঁজা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এখন পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছে, শহীদুল করিম তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক এবং মো. নুরুল ইসলাম, দারুল ইরফান একাডেমীর শিক্ষক। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সময় জার্নাল/এলআর