মুহা: জিলরুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন ভোররাত সাড়ে তিনটা থেকে রাত সোয়া এগারোটার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু। এদের মধ্যে একজন করোনায আক্রান্ত হয়ে এবং বাকিরা সবাই উপসর্গ নিয়ে মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
সামেক হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আছিয়া বেগম
(৬০) সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন সকাল দশটার দিকে মারা যান। এছাড়া যশোর জেলার কেশবপুর থানার আতন্দা গ্রামের মৃত
হেকমত উল্লাহ’র ছেলে আব্দুল ওহাব (৮০), সাতক্ষীরার কলারোযয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত জগধর মন্ডলের ছেলে দেব কুমার (৪৫), সদর উপজেলার ব্যাংকদহা গ্রামের মৃত বলাই ঠাকুরের ছেলে গণেশ ঠাকুর (৭০), তালা উপজেলার উথালি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে হায়দার আলী (৬০), সদর উপজেলার ধুলিহার গ্রামের মৃত আকের আলীর স্ত্রী মোমেনা খাতুন (৬০), একই গ্রমের ইউনুস আলীর স্ত্রী মোসলেমা খাতুন (৩৫), কালীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের আবদুল গনির স্ত্রী রিজিয়া খাতুন (৫২) ও শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের মুনসুর গাজীর স্ত্রী মরিয়ম খাতুন (৪৮)করোনা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুরাতন সাতক্ষীরা মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী মিরা বেগম (৬০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিল আজ রাত তিনটার দিকে মারা যায়।
এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৫৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৬৮ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত-ই-খুদা ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন,স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন ও সৎকারের জন্য বলা হয়েছে।
সময় জার্নাল/এমআই