নিউজ ডেস্ক:
ঘুনে ধরা এ সমাজকে মেরামত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরনের কোন বিকল্প নেই- নুরুন্নিসা সিদ্দিকা।
জুমাবার (১১অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সিরাত (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য উপস্থাপন করেন ।
সমাজের বিভিন্ন স্তরে নারীদের প্রতিনিধিত্ব করার কাজে ইসলামপন্থী নারীদের এগিয়ে আসা প্রয়োজন, এ ব্যাপারে সচেতন নারীদের ভূমিকা রাখতে হবে। দীর্ঘদিনের অদক্ষ ও অযোগ্য শাসনব্যবস্থার কারণে বৈষম্যের শিকার এই সমাজের প্রতিটা স্তরে ঘুনে ধরেছে। ঘুনে ধরা এ সমাজকে মেরামত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরনের কোন বিকল্প নেই। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এ কথা বলেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা । তিনি আরো বলেন যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে তারা আমাদের সন্তান, তাদের এ আত্মদান যেন বৃথা না যায় এজন্য সবাইকে সতর্ক এবং সচেতন হতে হবে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল পিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিনা ইয়াসমিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহযোগী অধ্যাপক উম্মে নওরিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সমাজ কল্যান বিভাগীয় সম্পাদিকা খোন্দকার আয়েশা সিদ্দিকা।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শিক্ষিকা, ডাক্তার এবং অন্যান্য পেশাজীবীরা এ আলোচনা সভায় অংশ নেন । সিরাত সাঃ এর উপলক্ষে আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ইসলাম বিদ্বেষীরা মনে করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে প্রগতিশীল নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে, যা একান্তই ভুল ধারণা । ইসলামের স্বর্ণযুগে নারীদের অবদানের কথা স্মরণ করে বক্তারা পাশ্চাত্য সভ্যতার নারীদের বিষয়ে যে ধারণা রয়েছে সে ধারণা থেকে বেরিয়ে আসার আহ্ববান জানান । আলোচনায় সমঅধিকার নয় বরং ইসলাম প্রদত্ত ন্যায্য অধিকার চাই, যেটা নারীদেরকে আরো বেশি সম্মানিত করে সে অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিগত সময়ে সিরাত (সাঃ) উপলক্ষ্যে সর্বস্তরের নারী ও শিশুদের নিয়ে দশটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রায় একশত একজন প্রতিযোগীকে পুরষ্কার প্রদান করা হয় ।
সময় জার্নাল/তানহা আজমী