জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
(১১ অক্টোবর) শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি ত্রাণ বিতরণ করেন ।
এদিন সকাল থেকে ধারা বাজার থেকে ট্রলার যোগে ধারা ইউনিয়নের বন্যাকবলিত গড়পাড়া,বিরগুছিনা, আমতৈল ইউয়নের নাগলা বাজার, ধোপাগুছিনা, খন্ডল, সোয়ারীকান্দা, কোদালিয়া, ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া ,ডোবারপাড়, চর গোরকপুর গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বন্যার্ত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘর বাড়ি, জমির ফসল ,ফিশারিজের মাছ হারিয়ে দিশেহারা। বাড়ি ঘরে পানি ওঠায় রান্না করার সুযোগ নাই। পানি প্লাবিত এলাকায় গবাদি পশু নিয়েও মানুষ বিপাকে রয়েছে।
এসম তিনি সরকারের প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এককভাবে রাজনৈতিক দল বা ব্যক্তি বা সংগঠনের পক্ষে লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত সহযোগিতা বা পুনর্বাসন সম্ভব নয়। সরকারকেই সমন্বিত উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত সকলের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি নিতে হবে।
সরকারি ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং ত্রাণ বিতরণের প্রক্রিয়া ত্রুটিমুক্ত না হওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এমরান সালেহ এখন পর্যন্ত আওয়ামী আমলে প্রহসনের নির্বাচনের ইউনিয়ন পরিষদ বাতিল না হওয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, আওয়ামী ইউনিয়ন পরিষদ দিয়ে ত্রাণ বিতরণ করলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে আওয়ামী নেতাকর্মীরাই উপকৃত হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন করতে স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, সরকারী
কর্মকর্তা ,বাহিনী,পুলিশ,আনসারের সমন্বয়ে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করতে হবে।
তিনি বন্যায় ভেঙ্গে যাওয়া বাড়ি-ঘর,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান , রাস্তা,ব্রীজ,কালভার্ট পুণঃনির্মান এবং ক্ষতিগ্রস্ত কৃষক ,মৎস্য ও হাস মুরগীর খামারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান প্রদান , বিলীন হওয়া বস্তিবাসীদের আশ্রায়ন প্রকল্পে স্থানান্তর করার আহ্বান জানান।
হালুয়াঘাটের প্রত্যন্ত এসব এলাকা ট্রলার নিয়ে ত্রাণ দিতে যাবার সময় দূর দূরান্ত থেকে মানুষ সাতরিয়ে ত্রাণ নিতে আসেন। প্রত্যন্ত এলাকায় ত্রাণ দেয়ার জন্য বন্যার্ত মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ হালুয়াঘাটের ধারা ও ধুরাইল ইউনিয়নের কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং দুর্গা পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানান । তিনি নির্বিঘ্নে ,নিরাপদে, ,উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সন্তোষ প্রকাশ করেন।
এমআই