আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বান্দ্রায় এনসিপি নেতা জনপ্রিয় ব্যক্তিত্ব বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের পরিচয় জানা যায়নি। তবে দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার রাতে নির্মল নগরের কোলগেট গ্রাউন্ডের কাছে তার বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় সিদ্দিককে। দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে খবর পুলিশ সূত্রে।
শনিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাবা সিদ্দিকির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, তিন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয়জন বর্তমানে পলাতক।
তিনি বলেন, 'মুম্বাই পুলিশ প্রধান আমাকে জানিয়েছেন, দু'জনকে গ্রেফতার করা হয়েছে। একজন উত্তরপ্রদেশের, অন্যজন হরিয়ানার। তৃতীয় হামলাকারী পলাতক থাকলেও পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।
মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে বাবা সিদ্দিকি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনবার। ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে পরপর ভোটে জিতেছেন কংগ্রেসের টিকিটে। ৪৮ বছর থাকার পর কংগ্রেস ত্যাগ করেছেন সিদ্দিকী।
চলতি বছরের শুরুতে কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে সম্প্রতি অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন বাবা সিদ্দিকী।
তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে কংগ্রেস-এনসিপি সরকারের সময়, বাবা সিদ্দিক খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা মন্ত্রণালয়ের মতো পদে অধিষ্ঠিত ছিলেন।
সময় জার্নাল/এলআর