এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাহফুজুর রহমান এর কবর জিয়ারত করলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
শনিবার বেলা ৩টায় নিশানবাড়ীয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে মাহফুজুর রহমানের কবর জিয়ারত কালে শ্রদ্ধা নিবেদনে পুস্পমাল্য অর্পন করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপচার্যের সাথে ছিলেন বিএনপি নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি লিটন তালুকদার, বিএনপি নেতা এ্যাড. মেহেদী হাসান, অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদসহ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ঢাকা মিরপুরের আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান পুলিশের গুলিতে শহীদ হন। সে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বাইনতলা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের একমাত্র ছেলে।
এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র আন্দোলন, নতুন বাংলাদেশ। আর এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ হয়ে এখোনো চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নিবেন সরকার। তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির শিক্ষার মান পরিবর্তন করে তাদের দোরগোড়ায় পৌছে দিতে হবে। তাহলে সৃষ্টি কর যাবে দক্ষ জনশক্তি দক্ষ কারিগর।
সময় জার্নাল/তানহা আজমী