রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শনিবার দুপুর ১২ টা থেকে সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু হয়।
কুড়িগ্রামে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় র্যাপিড অ্যান্টিজেন এর মাধ্যমে এ টেস্ট শুরু করা হয়। এতে ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাচ্ছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম জানান, প্রথমদিনে ৩৭ জনের পরীক্ষা করে ১২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকী ২৫ জনের নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হবে।
এখন থেকে প্রতিদিন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা টেস্ট করানো হবে।
সময় জার্নাল/এমআই