অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: 'বিএনপি নির্বাচনে না এসে ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। বিএনপি রাজনীতির খেই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে বৈঠককালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাহাঙ্গীর কবীর নানক এসময় আরও বলেন-'বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, বিএনপি আজ নেতৃত্বহীন।'
বহুল আলোচিত লক্ষ্মীপুর সংসদীয় আসন-২ রায়পুর উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রার্থিতা করছেন। নির্বাচনী প্রচারণায় আরো অংশ নেন আওয়ামী লীগ কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা সেলিম মাহমুদ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য মত ব্যক্ত করেন।
উল্লেখ্য মানবপাচার দায়ে লক্ষ্মীপুর সংসদীয় আসন-২ রায়পুরের সাংসদ শহীদ ইসলাম পাপুল কুয়েতে কারাবন্দি থাকায় উক্ত সংসদীয় আসন শূন্য ঘোষণা করে ও ২১ জুন উপ-নির্বাচন ঘোষণা করে আমির্বাচন কমিশন।
সময় জার্নাল/এমআই