এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার আজাদসহ উপজেলা ও গোট্টি ইউনিয়নেব নেতাদের বিরুদ্ধে একটি হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে নানা অপপ্রচার চালানো হচ্ছে দাবী করে, প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
শুক্রবার ( ১৮ ই অক্টোবর) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি বাজারে স্থানীয় বিএনপির কয়েক শত নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে গোট্টি ইউনিয়ন বিএনপি'র সভাপতি বিল্লাল মাতুব্বর , সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুন মাতুব্বর, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ মোল্লা, বিএনপি নেতা ইব্রাহিম খান, ডাক্তার কামরুজ্জামান মজনু, নুরু মেম্বার ও জাহিদ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ইমেজ ক্ষুন্ন করার উদ্দেশ্যে স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডকে পুজি করে বিএনপি নেতারা অনেকের কাছ থেকে চাঁদা তুলছেন বলে অপপ্রচার চালানো হচ্ছে।
তারা আরো বলেন, এই হত্যাকাণ্ডের পর বাদী নিজ দায়িত্বে মামলা করেছেন যার সাথে বিএনপি নেতাদের কোন সম্পৃক্ততা নেই। সম্মান ক্ষুন্ন করতেই একটি চক্র একটি নিন্দিত গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা এসব অভিযোগের কোন ভিত্তি নেই দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
উল্লেখ্য, অপপ্রচারকারী গণ মাধ্যমকর্মী উক্ত উপজেলার সাবেক চেয়ারম্যান ও গোট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বরের আত্নীয় বলে জানায় স্থানীয় এলাকাবাসীরা। নিহত আবুল কাশেমের পিতা উক্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর