জোবায়ের আহমদ, কিশোরগঞ্জ থেকে:
আজ শনিবার ১৯ই অক্টোবর কিশোরগঞ্জে সিন্ডিকেট ভাঙতে খোলা বাজারে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি শুরু করেছে কয়েকজন গুরুদয়াল সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক এইচ এম মাহফুজ। প্রথমদিনে এ উদ্যোগে সাড়া দিয়েছেন ক্রেতারাও।
তিনি বলেন-" সরকার ডিমের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। সবখানেই ডিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষকে নায্য মূল্যে পণ্য দেওয়ার জন্য প্রাথমিক ভাবে ডিম দিয়ে শুরু করলাম। মানুষের জন্যই মানুষ, মানুষের পাশে মানুষ হয়ে থাকতে চাই।"
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। বিকেলে কম মূল্যে ডিম কিনতে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ক্রেতাদের ভিড় করতে দেখা যায়।
ক্রেতাদের একজন কলেজ ছাত্রী আদ্রিতা বলেন, " স্যারের এই উদ্যোগকে স্বাগত জানায়, মেস লাইফে প্রতিদিনই ডিমের প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত দামের কারণে সেটা নিয়মিত ক্রয় করা যাচ্ছে না। স্যারের পাইকারি দামে বাজারে ডিম নিয়ে আসায় এবার সিন্ডিকেট ভাঙবে বলে আশা করছি।"
এমআই