আদালত প্রতিনিধি:
দেড় মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ রোববার। সকাল ৯টা থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাজ।
এরপর সাড়ে ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে হাইকোর্ট বিভাগের বিচারকাজ। এরইমধ্যে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পুনর্গঠিত বেঞ্চে নবনিযুক্ত ২৩ বিচারপতির মধ্যে ২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুজনকে আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন, গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।
এদের মধ্যে গোলাম মর্তূজা মজুমদার এবং শফিউল আলম মাহমুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক দায়িত্ব পেয়েছেন।
সময় জার্নাল/এলআর