নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদনের আজ মঙ্গলবার শুনানি হবে।
আপিল বিভাগের কার্যতালিকায় এটি রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের মঙ্গলবারের তালিকায় জামায়াতে ইসলামীর আবেদনটি দ্বিতীয় নম্বরে রয়েছে।
গত ১ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য এদিন ধার্য করা হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: আশফাকুল ইসলাম শুনানির এ দিন ধার্য করেন।
‘আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি ওই দিন বলেছিলেন, আজকে মূলত যে আপিল মামলাটি ডিসমিসড ফর ডিফল্ট হয়েছিল, এটারই পুনরুজ্জীবন করার আবেদন করা হয়েছিল।
চেম্বার আদালতে আমরা বলেছি যেসব কারণে একটি মামলা পুনরুজ্জীবন করা যায় তা আপিল বিগের রুলস ২০-এ বর্ণনা করা আছে। এই রুলস ২০ অনুযায়ী আমরা আবেদন করেছিলাম।
সেই আবেদনের শুনানি হয়েছে। সেখানে ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে। এই মর্মে আদেশ দিয়েছেন চেম্বার আদালত।’
সময় জার্নাল/এলআর