সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জয়পুরহাটের পাঁচটি উপজেলায় ১৪১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহের কবুলিয়াত দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এছাড়াও একই সময় বাকি ৪ উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান ও ইউএনওগণের মাধ্যমে আরও ৮৩টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহের কবুলিয়াত দলিল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানা,কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই