আন্তর্জাতিক ডেস্কঃ
হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, তিন সপ্তাহ আগে বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে, হাশেম সাফিএদ্দিন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি শহরতলীতে বিমান হামলায় নিহত হয়েছেন।
তবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত লেবাননের শিয়া মুসলিমদের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ এখনও খবরটি নিশ্চিত করেনি।
সংগঠনটির আগের নেতা হাসান নাসরাল্লাহ গত সাতাশে সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
পরে গত ৪ঠা অক্টোবর বিমানবন্দরের কাছে বিমান হামলার পর হেজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন যে তারা সাফিএদ্দিনের সাথে যোগাযোগ করতে পারছেন না।
তখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছিল যে সাফিএদ্দিন ছিলেন সেদিনের বোমা হামলার টার্গেট।
সময় জার্নাল/তানহা আজমী