কে এম শাকীর, (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর চৌধুরীর হাটে মতিয়ার রহমান মার্কেটের ১২ দোকানের মালামাল পূড়ে ছাই হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মার্কেটের মাঝখানে এক দোকান থেকে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। বাজারের নিরাপত্তা কর্মী চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রনে আনতে না পেরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এতে বেবীলোন,গেটকো ও থ্রি এস কোম্পানির ডিলার সার ব্যবসায়ী মাহফুজার রহমানের ৪ টি দোকানের কীটনাশক ওষুধ ও রাসায়নিক সার পুড়ে যায়।
এলাকাবাসী বলছে মাহফুজার রহমানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে সুজা চৌধুরী কসমেটিক দোকান,তারিক হোসেনের হার্ডওয়্যার দোকান,লাবলু মিয়ার মাছের দোকানের ডিপ ফ্রিজ দোকান,আজিনুর রহমানের মোবাইল দোকান,শাহীন মিয়ার গো খাদ্যের দোকান,হাবিবুর রহমানের ডেকোরেটরের দোকান,রাকিব হোসেনের কম্পিউটারের দোকান,ইসরাফিল হোসেনের কাঁচা বাজার সামগ্রীর দোকান ও শাহীন ইসলামের মুদিখানার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ব্যবসায়ীদের ধারণা প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মহররম আলী বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনার সৃষ্টি হয়।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন,আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। সময় পেলে ঘটনাস্থলে যাবো।
সময় জার্নাল/এলআর