বলা হয়নি বাবা তোমায় ভালোবাসি
বাবা মানে এক সমুদ্র ঝড়ের মাঝে
আশ্রয় নেয়া কাঠের টুকরো
বাবা মানে সন্তানের জন্য
বেঁচে থাকার বটবৃক্ষ।
বলা হয়নি বাবা তোমায় ভালোবাসি আমি
সন্তানের জন্য বাবার দোয়া থাকে সর্বক্ষণি।
মেয়ের কাছে বাবা মানে প্রথম বীর পুরুষ
ছেলের কাছে বাবা হলো ভরসা দেয়ার সেরা বন্ধু।
ঘামে ভেজা গেঞ্জি থেকে আসে বাবার ঘ্রাণ
আমাদের জন্য কত কষ্ট করে তার দেহ, মন ও প্রাণ।
বাবারা কেন এমন হয় জানতে চায় আমার মন
সন্তানের জন্যই তাদের বুঝি সংগ্রামী জীবন।
ঈদ আসলেই দেখতে পাই বাবার পায়ে নেই জুতা
তবু বাবা সন্তানের জন্য কিনে দেয় নতুন জামা।
টাকা থাকুক বা নাই বা থাকুক সন্তানের সুখে হাসে
ঘরের কোনে কত বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদে।
পুরুষ বলেই শক্তপোক্ত এটাই সবাই ভাবে
ধুমড়ে মুচড়ে দেহটাকে কত ভাঙে আর গড়ে।
বাবারা যখন কাঁন্না করে শব্দ থাকেনা মুখে
নীরব কাঁন্না পাহাড় ধস বুঝে কে বা কত যন্ত্রণা।
বাবা হলো সংগ্রামী পুরুষ জগৎ সংসারে
বাবাহীনা কত সন্তান অবহেলায় মরে।
এতিম আমরা তখনি হই যখন থাকে না বাবা
তোমার শূন্যতা তখনি বুঝি যখন তুমি কাছে থাকো না।
বাবা ছাড়া এই পৃথিবী ছাদ ছাড়া এক ঘর
বাবা হলো সন্তানের জন্য জীবন্ত ফুল বাগান।
সাহস করে বলতে পারি না বাবা টাকা লাগবে কিছু
তুমি বাবা বুঝতে পারো সন্তানের চাহিদা আর খুশি।
বাবারা শুধু দিতে জানে নিতে চায় না কিছু
সন্তান হয়ে আমরা শুধু কষ্টই দিয়েছি।
বাবা দিবস শুধু আমার বাবার জন্য নয়
পৃথিবীর সব বাবাকে জানাই ভালোবাসা ও সম্মান।
বাবা তোমায় বলতে চাই ভালোবাসি খুব
তোমার সুখে খুঁজে নিব আমার সকল সুখ।
তুমি যেমন আমাদের জন্য সংগ্রামী এক বাবা
তোমার সেবা করে মরতে চাই এটাই করো দোয়া।
লেখক: মোঃ সাইফুল ইসলাম, কবি ও শিক্ষার্থী।