সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিভিএম ৫৮তম ব্যাচের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সপ্তাহব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়।
ইন্টার্নশিপ প্রোগ্রামের সদস্য সচিব ড. মোর্শেদা নাসরিনের সঞ্চালনায় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর ড. মো. আব্দুল আলীম এবং এসকে এফ ফার্মাসিউটিক্যালসকের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার ড. মো. ইমরাউল কায়েস রুবেল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. রোকসানা পারভীন ও ইন্টার্নশিপ প্রোগ্রামের কার্যাবলি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন ড. এ কে এম নাজমুল হুসাইন নাজির।
ইন্টার্নশিপ প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সততা ও দক্ষতার সাথে পেশাগত জ্ঞান অর্জনে সকলকে সচেষ্ট থাকতে হবে। সব সময় চেষ্টা করবে ভালো কিছু শেখার। নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। এর মাধ্যমেই দেশ ও জাতি উপকৃত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে বাস্তব পেশাগত দক্ষতা অর্জন করতে পারবে। এর মাধ্যমে দেশের প্রানি সম্পদ উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময় জার্নাল/এলআর