এম. পলাশ শরীফ বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি টানা ৬ বছর পরে পরিবর্তন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মো. মহিদুজ্জামান মহিদকে। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নুরুন্নবী পরাগকে। শনিবার দিবাগত রাতে দলীয় প্যাডে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামি এক বছরের জন্য এ কমিটি গঠন করা হল। কমিটির অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করা হয়নি।
এর পূর্বে ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৫ সালে। ওই কমিটির সভাপতি ছিলেন ওবাইদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক ছিলেন মো. আবু ফয়েজ নিশাত।
সময় জার্নাল/এমআই