আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি ৫ সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, স্থল হামলায় অংশ নিতে লেবাননে যাওয়ার পথে হিজবুল্লাহর হামলায় এই ৫ সেনা মারা যান। এছাড়া আরও ১৯ সেনা গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মারা যাওয়া সৈন্যরা ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এরমধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
এমআই