মোঃমোস্তাফিজুর রহমান রিপন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো.হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬অক্টোবর) রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হৃদয় হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের জামুরা গ্রামের মো. ফরিদ হাওলাদারের পুত্র। সে জামুরায় অবস্থিত আবাসনের ৩৬ নং ঘরে বসবাস করেন।
এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর মা নলছিটি থানায় বাদি হয়ে ২৫ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মো. হৃদয় হাওলাদার কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তানহা আজমী