জ্যেষ্ঠ প্রতিবেদক:
৪৩তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের আগামী ১৭ নভেম্বর নয়, ১ জানুয়ারি যোগ দিতে হবে।
এই নির্দেশনা দিয়ে সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৩তম বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত ১৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওইদিন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৭ নভেম্বর ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছিল।
যোগদানের সময় কেন বাড়ানো হলো- সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করা হলো।
পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হয়। আর এ বিসিএসের পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় চার বছর।
এমআই