মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধিঃ
আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ, ফ, ম খালিদ হোসেন। এবারে হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।
আজ সোমবার দুপুরে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ”সম্প্রদায়িক সম্প্রতি ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভুমিকা” শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
গতবারের তুলনায় এবারের হজ প্যাকেজের খরচ কম করা হবে বলে জানান তিনি। তবে কত কমানো হবে সেই বিষয়ে তিনি কিছুই বলেননি।
ধর্ম উপদেষ্টা বলেন, বিমান ভারা কমানো হয়েছে, সরকারি ট্যাস্ক কমানো হয়েছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় হজের খরচ বেড়েছে। তারপরও যে যে খাতে সম্ভব কমানো হবে। কোন এজেন্সির বিরুদ্ধে হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক না। কোন আলেম দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেনাই।
এসময় তিনি হিলি মাদ্রাসা মাঠ সংস্কারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টি আর ও জি আর প্রকল্প থেকে বরাদ্দ দেয়ার আহবান জানান।
আলোচনা সভা শেষে ধর্ম উপদেষ্টা হিলি স্থলবন্দরের পানামা ওয়ার হাউজ ঘুরে দেখেন।
এমআই