নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার আছিয়া খাতুন এবং জহুরুল হক পদত্যাগ করেছেন।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও তার দুই কমিশনার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির কাছে মঈনউদ্দীন আব্দুল্লাহ ও দুই কমিশনার আছিয়া খাতুন ও জহুরুল হক নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।
দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।
আজ বিকাল সাড়ে ৩টায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।
এমআই