স্টাফ করেসপন্ডেন্টঃ
দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৩৫০ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, দলমত নির্বিশেষে যে সমঝোতার মাধ্যমে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই সমঝোতা এখন বিঘ্নিত হচ্ছে। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, এখনও সংস্কার কাজ চলছে। কিছু মৌলিক সংস্কার করার আগে যদি নির্বাচন দেওয়া হয়, তা কেবল ক্ষমতার হাতবদলই হবে। তাই সেই সংস্কারের কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়ে ছাত্ররা নিজেদের অধিকার ফিরে পাবে।
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এছাড়াও সাংবাদিক পরিবারের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথম পর্যায়ের অনুষ্ঠানে ৩৫০ সাংবাদিকের হাতে অনুদান চেক তুলে দেওয়া হয়।
নাহিদ ইসলাম বলেছেন, আমরা অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদান বা আর্থিক সহায়তা প্রদানের জন্যও চিন্তাভাবনা করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আপনাদের সিদ্ধান্ত জানাবো।
উপদেষ্টা বলেন, মিডিয়াতে ফ্যাসিস্ট সরকারের অনেক নিয়মকানুন ছিলো। এখন এই দেশে কোনো ফ্যাসিস্ট সরকার নেই তাই ধীরে ধীরে সেই নিয়মগুলো বাতিলের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা কোনো গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করতে চাই না। তবে আমাদের উদ্বেগগুলো আপনাদেরকে জানাচ্ছি। জনগণের দাবিগুলো আপনাদের সামনে জানাচ্ছি।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আমরা সরকারের পক্ষ থেকে তাদের জন্য সম্মাননা জানাবো।
এমআই