দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১ টায় পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন চাষী অংশ নেন।
প্রশিক্ষণে ভারপ্রাপ্ত ইউএনও দেদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা শংকর রঞ্জন সরকার, উপ-সহকারী রিগান বিশ্বাস, প্রশান্ত কুমার দে প্রমূখ।
সময় জার্নাল/এমআই