মো: মিরাজুল ইসলাম,খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা এবং রিফ্লেকটিভ টিনস (আরটি) এর প্রতিষ্ঠাতা ইউসুফ মুন্না সম্প্রতি জার্মানভিত্তিক অলাভজনক সংস্থা দ্য পসিবিলিস্টস কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ১২ জন উদ্ভাবনীর মধ্যে একজন হিসেবে তিনি এক শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হলেন, যেখানে আশোকা, ডায়ানা অ্যাওয়ার্ড, ওবামা ফাউন্ডেশন, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড, ইউনুস অ্যান্ড ইয়ুথের মতো ২০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে।
দ্য পসিবিলিস্টস কাউন্সিলের সদস্য হিসেবে ইউসুফ তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করবেন এবং বৈশ্বিক অংশীদারদের সাথে পরামর্শ বিনিময় করবেন। এছাড়া তিনি একটি গবেষণা প্রতিবেদন প্রস্তুতিতে অংশ নেবেন যা উদ্ভাবনী তরুণদের জীবন, কাজ এবং চাহিদা নিয়ে বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি প্রদান করবে। উল্লেখ্য, এই তথ্যের উপর ভিত্তি করে, যুব সমাজের ইতিবাচক পরিবর্তন আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়ক সমাধানসমূহ নির্মাণ করা হবে।
এই বিষয়ে ইউসুফ মুন্না বলেন, "দ্য পসিবিলিস্টস কাউন্সিলের অংশ হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। এই সুযোগ আমাকে বৈশ্বিক পরিসরে কাজ করার সুযোগ দেবে, যেখানে আমরা একসাথে অসংখ্য চেঞ্জমেকারকে ক্ষমতায়ন ও ইতিবাচক প্রভাব তৈরি করার সুযোগ করে দিতে পারব"।
সময় জার্নাল/এলআর