শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

শীতকালীন সবজি আগাম চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা

শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
শীতকালীন সবজি আগাম চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা

জেলা প্রতিনিধি:
     
বাজারে চাহিদা বৃদ্ধি ও অপেক্ষাকৃত লাভবান হওয়ায় কয়েক বছর ধরে আগাম সবজি চাষের পরিধি বাড়ছে। বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় শহীদুল ইসলাম বাবরের খামারে মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে শসা। এতে ফলন বৃদ্ধির পাশাপাশি আগাছাও কম হয়।

তিনি বলেন, ‘২০২০ সালে আমি ২৩ একর জমিতে সবজি চাষের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলাম। বর্তমানে প্রায় ৪০ একর জমিতে আবাদ গড়ে তুলেছি। এটা সম্ভব হয়েছে সবগুলো সিজন সঠিক ব্যবহারের মাধ্যমে।’

বর্তমানে সাঙ্গু নদীর তীরবর্তী চন্দনাইশের ধোপাছরি, দোহাজারি, বরমা, বইলতলী, বসরত নগর, হাজারীবাজার, বারতখানা, চাগাচর, জামিরজুরী, লালটিয়া, দিয়াকুল, রায়জোয়ারা, কিল্লাপাড়া, লালিয়ার চর, লালটিয়ার চর, পুরানগড় ও শিলঘাটা এবং সাতকানিয়ার কালিয়াইশ, খাগড়িয়া, নলুয়া, আমিলাইষ, চরতিসহ বিভিন্ন এলাকায় চলছে আগাম সবজির চাষ।

সেখানে বিশাল এলাকাজুড়ে আবাদ হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, করলা, কাকরোল, টমেটো, লাউ, লালশাক, মুলাশাক, ধনিয়াপাতা ইত্যাদি।

‘আমরা বেশ কয়েক বছর ধরে কৃষকদের আগাম সবজি চাষে উদ্বুদ্ধ করছি। চলতি বছর ৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ হচ্ছে। ইতোমধ্যে অনেক কৃষক ফলন পেতে শুরু করেছেন।’

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে কৃষকদের আগাম সবজি চাষে উদ্বুদ্ধ করছি। চলতি বছর ৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ হচ্ছে। ইতোমধ্যে অনেক কৃষক ফলন পেতে শুরু করেছেন।’

শীতকালীন সবজি আগাম বাজারে আনতে ব্যস্ত সময় পার করছেন সীতাকুণ্ডের চাষিরা। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে মোট ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। তার মধ্যে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে শিম ও ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে অন্যান্য ফসলের চাষ করেছেন চাষিরা।

‘বৃষ্টিপাত থাকায় চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষাবাদে কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করা হবে।’-চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন

সবজি চাষাবাদে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ও বিলম্ব বন্যা।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন জানান, চলতি রবি মৌসুমে আগাম শীতকালীন সবজির মধ্যে ইতিমধ্যে খরিপ-২ এর আওতায় ৭০০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টি থাকায় এরমধ্যে ৪০০ হেক্টরের মতো জমিতে কৃষকরা চাষাবাদ করতে পেরেছেন।

তিনি বলেন, ‘বৃষ্টিপাত থাকায় চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষাবাদে কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করা হবে।’

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল