এম.পলাশ শরীফ:
বাগেরহাটের মোড়েলগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১০ টার দিকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস থানার ওসি (তদন্ত) মো. নাজমুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি মুসাদ্দেক বিল্লাহ তামিম, মাশরাফি আকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো নাসির উদ্দিন হাওলাদার।
সভা শেষে ৫ জন সফল উদ্যোক্তাকে ক্রেষ্ট প্রদা করা হয়। তারা হলেন, ফ্রিল্যাান্সিং ভিডিও এডিটিং মাবুব্বর ফাইম আহম্মেদ, নাছিমা পোল্ট্রি এন্ড ডেইরি শাকিল হাওলাদার, কৃষি উদ্যোক্তা মো. ছগির মাতুব্বর, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং মুহাইমিনুল ইসলাম সজিব, বিডি ক্লিন-মোড়েলগঞ্জ ও ডিজিটাল আইটি ল্যাব মো. সাইফুল ইসলাম। এ ছাড়াও ২ জনকে দেড় লাখ টাকা করে যুব লোন প্রদান করা হয়।
এমআ্ই