সাইফুর রহমান,ইবি প্রতিনিধি:
টিউশন থেকে ফেরার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের আরাপপুরে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শুক্রবার (০১ নভেম্বর) এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
ভুক্তোভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মশিউর রহমান। তিনি লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী।
ভুক্তোভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে টিউশন শেষে মশিউর ঝিনাইদহের আরাপপুরে ক্যাম্পাসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় সেখানে স্থানীয় দুইটি পক্ষের সংঘর্ষ শুরু হয়। তাদের একটি পক্ষ মশিউরকে প্রতিপক্ষ ভেবে তার উপর অস্ত্রসহ হামলা করেন। হামলায় মশিউরের হাটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এছাড়াও হাতের কবজি, কনুই ও পা’সহ তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তারা মশিউরকে সেখানে ফেলে রেখে চলে যায়। এসময় এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মশিউর রহমান বলেন, টিউশনি শেষে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করছিলাম। এসময় সেখানে স্থানীয়দের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় তারা আমাকে প্রতিপক্ষ ভেবে হামলা করে। তখন আমি ছাত্র পরিচয় দেওয়ার পরেও তারা আমার উপর হামলা করে। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীকে হামলার বিষয়টি আমরা জেনেছি। স্থানীয় দুইটি পক্ষের সংঘর্ষের মধ্যে সে পড়ে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মন্ডলের সঞ্চালনায় সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াসিরুল কবির সৌরভ এবং মশিউরের সহপাঠী ইমন বক্তব্য রাখেন।
মশিউরের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মশিউরের উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচার কাজে কোনো রকম দীর্ঘসূত্রিতা দেখা দিলে বা অল্প সময়ের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
তারা আরও বলেন, মশিউর আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের সন্তান। তাই তারা মশিউর সুস্থ হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার চিকিৎসা সকল ব্যয়ভার গ্রহণ করার দাবি জানান। এছাড়া তাকে আইনি সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে ঝিনাইদহ থানায় জিডি করারও দাবি জানান তারা।
তানহা আজমী