সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনে বিভাগটির সেমিনারকক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিভাগের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এছাড়া বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া ও ইয়ামিন মাসুমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে শিক্ষকরা বলেন, 'উচ্চশিক্ষা অর্জনে তোমরা এই বিভাগে পড়ার সুযোগ পেয়েছ। তোমাদেরকে এখানে স্বাগতম। আজকে নবীন বরণের মধ্য দিয়ে তোমাদের উচ্চশিক্ষা অর্জনের সফর শুরু হচ্ছে। যে লক্ষ্য নিয়ে তোমরা উচ্চশিক্ষার এই বিদ্যাপীঠে এসেছো, সেই লক্ষ্যে তোমাদের অটুট থাকতে হবে।
পড়াশোনা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে পিতামাতার স্বপ্ন, আশা বাস্তবায়ন করতে হবে। এছাড়াও শিক্ষকরা তাদের বক্তব্যে বিভাগের বিদ্যমান সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে নতুন শিক্ষার্থীদেরকে অবহিত করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা, আরবি ভাষা ও সাহিত্য, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ , আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ও মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগসমূহেও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সময় জার্নাল/এলআর