জাকারিয়া শেখ,ফুলবাড়ী প্রতিনিধিঃ
"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর।
শনিবার ২ নভেম্বর সারাদেশের ন্যায় সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা সমবায় অফিসার কাউসার আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এর পরে উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা জেলা চত্বরে এসে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম নাম।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা রহমান,উপজেলা বিআরডিপি কর্মকর্তা উম্মে কুলছুম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মশিয়ার রহমান, হারুন অর রশিদ সহ উপজেলা বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ।
তানহা আজমী